কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় ষষ্ঠ দিনের মত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ষষ্ঠ দিনের মত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে, সহিংসতার মুখে অন্তত ৪০টি শহরে কারফিউ জারি হলেও তা ভেঙে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।
নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলসে রোববার রাতে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও পেপার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কয়েকটি শহরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং দোকান লুটের ঘটনা ঘটে। গত সোমবার মিনেসোটা রাজ্যে জালিয়াতির অভিযোগে আটক ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যান।হাতকড়া পরানো ফ্লয়েডের গলায় পুলিশের হাঁটু দিয়ে চেপে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়লে চার পুলিশকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১৫টি রাজ্যে পাঁচ হাজার সদস্যকে মোতায়েন করেছে। ওয়াশিংটন ডিসিতে রোববারও হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। যে শহরে ফ্লয়েডের মৃত্যু হয়েছে সেই মিনিয়াপোলিসের গুরুত্বপূর্ণ মহাসড়কে রোববার রাস্তায় বসানো ব্যারিকেড ভেঙে দ্রুতগামী একটি লরি বিক্ষোভকারীদের ভিতর দিয়ে চালিয়ে নেওয়া হয়। লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার আগে বিক্ষোভাকারীরা তাকে টেনে নামিয়ে মারধর করে।