কেউ আসুক বা না আসুক নির্বাচন যথা সময়ে হবে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কাউকে দাওয়াত দিয়ে বা হাতপায়ে ধরে নির্বাচনে আনা সরকারে দায়িত্ব নয় মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কেউ আসুক বা নাসুক নির্বাচন যথা সময়ে হবে।
আর নির্বাচনে আস্থার পরিবেশ সৃষ্টি করা ইসির দায়িত্ব এবং কমিশন যেন সেই পরিবেশ তৈরী করতে পারে সে কারণে সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে তারা এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২২তম অধিবেশনের ৩য় দিন। প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা অংশ নেন সংসদ সদস্যরা।
আলোচনায় অংশ নিয়ে সংসদ থেকে বিএনপির পদত্যাগের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন যথাসময়ে হতে হবে বলেও জানান ড. হাছান মাহমুদ। আগামী নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সরকারের করণীয় কি সেকথা স্মরণ করিয়ে দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিরস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতেই কুখ্যাত ইনডেমনিটি বিল পাস করা হয়েছিল বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।