কেন্দ্রগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে : চৌধুরি আব্দুল্লাহ আল মামুন
- আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৭৬০ বার পড়া হয়েছে
সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি। দুপুরে কাকরাইল লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী আইন শৃঙ্খলা সভা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরপেক্ষ সরকার দাবিতে নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনাদলগুলো। নির্বাচনকে ঘিরে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি দিয়েছে তারা। এমন বাস্তবতায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ দেশজুড় নানা পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভায় বিভিন্ন দিক-নির্দেশনা দেন আইজিপি। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বিশৃঙ্খলা ও নাশকতারোধে সারাদেশের ভোট কেন্দ্রেগুলোতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। ভোটারদের বাধা দেয়াসহ যে কোন নাশকতার পরিকল্পনা ও গুজবরোধে গোয়েন্দা তৎপরতা নিয়েও কথা বলেন তিনি।
এদিকে, রাজধানীতে বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিজিবি মোতায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। এছাড়া, খিলগাঁওয়ে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে ৫ লাখ ১৭ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন বলে আশা বিভিন্ন সংস্থার প্রধানদের।