কেন্দ্র দখল করে পৌর নির্বাচনে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কেন্দ্র দখল করে পৌর নির্বাচনে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ- এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার আজীবন ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। বিকেলে রাজধানীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি’র ঢাকা বিভাগীয় উদযাপন কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় সীমান্তে মানুষ হত্যা ও রোহিঙ্গা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সার্বভৌমত্ব হারানো– স্বাধীনতার ৫০ বছর পরের বাংলাদেশকে এখন আর সত্যিকারের স্বাধীন দেশ বলা যায় না।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুর বাসভবনে ঢাকা বিভাগীয় উদযাপন কমিটির এ প্রস্তুতি সভা।
এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌর নির্বাচনে ইভিএমে কারসাজি করে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ।
এ সময় তিনি বলেন, সরকারের নতযানু পররাষ্ট্রনীতি, প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যাই প্রমাণ করে স্বাধীনতার ৫০ বছর পরেও বাংলাদেশকে এখন সত্যিকারের স্বাধীন দেশ বলা যায় না।
তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের তরুণ সমাজের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান বিএনপি নেতারা।