কোপা ইতালিয়ান ফাইনালে রাতে মাঠে নামবে জুভেন্টাস ও ইন্টার মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ান ফাইনালে রাতে মাঠে নামবে জুভেন্টাস ও ইন্টার মিলান। স্টেডিও অলিম্পিকোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মাঠের খেলায় দারুন ছন্দে ইন্টার। সিরিআ শিরোপা দৌড়ে টিকে আছে এসি মিলানের সাথে। আর সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী লিগ টপার এসি মিলানকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার। সেমির প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে গোল শুন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলের জয় ফাইনালে আত্মবিশ্বাস যোগাবে সিমোন ইনজাঘির শিষ্যদের। এদিকে, ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জুভেন্টাস। তবে, শেষ দেখায় ঘরের মাঠে ইন্টারের বিপক্ষে ১-০ গোলের হার কিছুটা চাপে রাখবে পাওলো দিয়াবালদের।