কোটাপাড়া ব্রীজ ও কাজিরহাট ব্রীজ দু’টি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শরীয়তপুর-ঢাকা মহাসড়কে কীর্তিনাশা নদীর উপরে কোটাপাড়া ব্রীজ ও কাজিরহাট ব্রীজ দু’টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নির্মাণের ৩০ বছরের মধ্যেই দুই ব্রীজের উপর দিয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।
শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়ায় কীর্তিনাশা নদীর উপরে ১৯৯২-৯৩ সালে ১১০ মিটার দৈর্ঘ্যের এ ব্রীজটি নির্মাণ করে এলজিইডি। এরপর শরীয়তপুর-ঢাকা মহাসড়ক চালু হলে রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগকে হস্তান্তর করা হয়। ফলে ব্রীজটিও সড়ক ও জনপথ বিভাগের আওতায় আসে। এই ব্রীজের উপর দিয়ে প্রতিদিন ঢাকা-শরীয়তপুর-ঢাকা রুটে হাজার হাজার ভারী যানবাহন চলাচল করায় বর্তমানে ব্রীজের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী যানবাহন উঠলে ব্রীজটি দু’দিকে দুলতে থাকে। এই মহাসড়কে একই সময়ে নির্মাণ করা মরাপদ্মার উপর কাজিরহাট ব্রীজটিও মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজের উপর দিয়ে চলাচল করছে। যে কোন সময় এ ব্রীজটিও ভেঙ্গে পড়ে জানমালের বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে।
ঝুঁকির কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এলজিইডি মহাসড়কের উপযোগী ব্রীজ বানায় না। বর্তমানে পদ্মাসেতুর ফোরলেন মহাসড়কের সাথে ব্রীজ দু’টি অনুমোদিত হওয়ায় অর্থ ছাড় হলে শিগগিরই পুণঃনির্মাণের কাজ শুরু হবে।
জরুরী ভিত্তিতে ব্রীজ দু’টি পুনঃনির্মাণ করার দাবী শরীয়তপুরবাসীর।