কোটাপ্রথা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবস্থান শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা বাতিলের দাবিতে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ৩টা থেকে বৃষ্টির মধ্যেই রাস্তায় নামেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতে থাকেন।এ সময় তাদের বাধা দিতে বেরিক্যাড দেয় পুলিশ। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা বেরিকেড ভাঙ্গে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে পুলিশের জলকামান ও গাড়িতে উঠে পড়েন ছাত্ররা। জলকামান ঘিরেই বিক্ষোভ করতে থাকেন তারা বিকেল ৫টা থেকে শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।