কোটালীপাড়ার জনসভায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিমপুর তেলিহাটি হাই স্কুল মাঠের জনসভায় যোগ দিয়ে উদ্বোধন করেন ৪৮টি উন্নয়ন প্রকল্পের। এছাড়া আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় বিএনপি জামায়াতের জঙ্গীবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে, দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে দেখতে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। রঙ-বেরংয়ের প্ল্যাকার্ড হাতে, স্লোগান দিয়ে মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করেন তারা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। জনসভা শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাড়ে চার বছর পর নিজ এলাকার নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি।