কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দুপুর ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারী বিএম কলেজ শিক্ষার্থীরা আলাদাভাবে বরিশাল-ঢাকা মহাসড়কের রুপাতলী ও নাথুল্লাবাদ এলাকা অবরোধ করে। এসময় দু’পাশে শতশত যানবাহন আটকে পড়ায় জনভোগান্তির সৃষ্টি হয়।
কোটা পদ্ধতি বাতিলসহ চার দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।