কোনভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজি নন
- আপডেট সময় : ১২:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কোনভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজি নন চট্টগ্রামের বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিকরা। তবে জেলা প্রশাসনের চাপের মুখে পরিত্যাক্ত একটা হাসপাতালকে নিজেদের তত্বাবধানে রং-চং করে প্রস্তুত করার কথা জানিয়েছে ক্লিনিক মালিক সমিতি। তবে চিকিৎসক নেতাদের দাবি ক্লিনিক মালিকদের বাধ্য না করলে সংকট মোকাবিলা কঠিন হবে। আর স্বাস্থ্য বিভাগের পরিচালক বললেন বিনয়ের সঙ্গে সবার সহায়তা নিয়ে সংকট কাটিয়ে উঠতে চান তারা।
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল আর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডেটিকেটিড হাসলাতাল ঘোষণা করেছে সরকার। কিন্তু রোগীর সংখ্য বাড়তে থাকায় বেসরকারী পর্যায়ের ১২ টি হাসপাতালকে পর্যায়ক্রমে ব্যবহার করার কথা জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয় স্বাস্থ্য বিভাগ।
এতেই নরে চরে বসেছে ক্লিনিক মালিকরা। নিজেদের হাসপাতালকে কিছুতেই ব্যবহার করতে দিতে রাজি নন তারা। তাই কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়া হলিক্রিসেন্ট হাসপাতালের একটি পরিত্যাক্ত ভবনকে রং-চং করে স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করে দায়মুক্তি পেতে চান ক্লিনিক মালিকরা।
বিশ্বের আধুনিক হাসপাতালগুলো যেখানে নতুন এই ভাইরাসকে মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে সেখানে পরিত্যাক্ত স্থাপনায় চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন তুলে চিকিৎসক নেতারা বলছেন, প্রয়োজনে রিকুইজিশন করার মতো কঠোর হতে হবে স্বাস্থ্য বিভাগকে।
আর স্বাস্থ্য বিভাগ বলছে, সবপক্ষের সহযোগীতা নিয়ে সংকট মোকাবিলা করতে চান তারা। তবে প্রয়োজনে কঠোর হবার প্রস্তুতিও আছে তাদের। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে দেড়শো আর বিআইটিআইডি হাসপাতালে ৩০ টি বেড রয়েছে। বিপরীতে চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীর সংখ্য ৭০ ছাড়িয়েছে। তাই বিকল্প হাসপাতালগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে বিপাকে পরতে হবে স্বাস্থ্য বিভাগকে। এমনটাই মনে করেন চিকিৎসকরা। ফুটেজ-১