কোনভাবেই চালের দাম আর বাড়বে না
- আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
কোনভাবেই চালের দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি রোবাবর খাদ্য ভবনে চালকল মিল মালিকদের সাথে এক বৈঠক শেষে একথা বলেন। চালকল মালিকরাও জানিয়েছেন মজুদ বেশি থাকায় চালের দাম বাড়ার কারণ নেই। ঘূর্ণিঝড়ের কারণেরও তাদের ক্ষতি হয়নি। ব্যাংক থেকে ঋণে চড়া সুদ বন্ধের জন্য তারা মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
পেয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েক গুন। এর পাশাপাশি বেড়েছে চালের দাম কেজিতে অন্তত ৬টাকা।
এসব কারণে চালকল মালিকদের সঙ্গে খাদ্যভবনে সভা করেন খাদ্যমন্ত্রী। সেখানে চালের মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
চালের দাম বাড়ার পেছনে মানুষের খাদ্যাভাস পরিবর্তনের কথা জানান খাদ্যমন্ত্রী। বলেন, মোটা চাল উৎপাদন হলেও সেটা এখন তেমন বিক্রি হয় না।
বর্তমানে ৫২ টাকা কেজিতে থাকা চিকন চালের দাম কোনভাবেই বাড়বে না বলেও নিশ্চিত করেছেন খাদ্যমন্ত্রী। তার সাথে আশ্বস্থ করেছেন বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
চিকন চাল বেশি উৎপাদন করতে সব ধরণের সহযোগিতা করার কথা জানান সাধন চন্দ্র মজুমদার।