কোনো উস্কা’নিতে পা দেয়া যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
বিদেশীদের কাছে বিএনপির আশা পুরন হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপ আমেরিকা বলে গেছে, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বলেছেন, কোনো উস্কানিতে পা দেয়া যাবে না। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তারা।
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেয় মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দুপুরের পর তেজগাঁওয়ের সাতা রাস্তা ও আশে পাশের এলাকা ভরে যায় নেতাকর্মীতে। ব্যানার, ফেস্টুন আর শ্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
সাতরাস্তা মোড়ে নির্মিত অস্থায়ী মঞ্চে শোভাযাত্রার আগে সমাবেশে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, পদযাত্রার নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করছে বিএনপি।
বিএনপির উস্কানিতে সজাগ ও সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মিদের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন পায়ে পা রেখে ঝগড়া করতে চায়।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, তাদের কথা শুনে বিএনপি নেতাদের আনন্দ ম্লান হয়ে গেছে।
মানসম্মান থাকতে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান ওবায়দুল কাদের।
পর তেজগাঁও সাত রাস্তা থেকে শুরু করে নাবিস্কো মহাখালী হয়ে বনানীতে গিয়ে শেষ হয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।