কোনো জোটে নেই জাতীয় পার্টি : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি মহাজোটে, এমনকি বর্তমানে কোন জোটেই নেই বলে জানিয়েছেন, দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় সভাপতির বক্তৃতায় এসবকথা বলেন তিনি। তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ বা বিএনপির বি-টিম নয়। নির্বাচনের সময় কিছু আসনে সমঝোতা হয়েছে, তবে বেশির ভাগ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা শেষ সময় পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন। আনুষ্ঠানিকভাবেই দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, যারাই সরকার গঠন করে তারা আইনের উর্ধে থেকে দুর্নীতি ও লুটপাটে জড়িত। পেশি শক্তি, কালোটাকা আর প্রশাসনকে কাজে লাগিয়ে কলুষিত করছে নির্বাচন ব্যবস্থা। একটি দলের প্রার্থীরাই নির্বাচনে জিতছে তাই রাজনীতির মাঠে অন্য দলগুলোর টিকে থাকাই দুরুহ হয়ে পড়েছে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টি রাজনীতি করছে বলেও জানান তিনি।