কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে, কোনো ব্যাংক বন্ধ হবে না। গ্রাহকদের সঞ্চয় ফেরত দিতেও সরকার জোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অন্তর্বতী সরকারের ১০০ দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, ১৫ বছরের লাগামহীন অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত। এর থেকে উত্তরণে সময় লাগবে। প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। যারা অনিয়ম জালিয়াতিতে যুক্ত, তারাই ভয় পাচ্ছে। আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর, ডেপুটি গভর্নর আটকে দিতেন, তাদের ইচ্ছা-অনিচ্ছায় ব্যবস্থা নেয়া হতো, এতেই বোঝা যায় উদ্দেশ্য ছিল।