কোন অনিয়ম-দুর্নীতি সরকার বরদাস্ত করবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কোন অনিয়ম-দুর্নীতি সরকার বরদাস্ত করবে না। কোন প্রতিকূলতাই সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম।
দুপুরে বরিশাল নগরীর কাশিপুর সরকারি ছাগল উন্নয়ন খামারের কার্যক্রম উদ্বোধন ও ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ খামারী ও পাঠা পালনকারীদের উপকরণ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এর আগে নগরীর কাশিপুর সরকারি ছাগল উন্নয়ন খামারের কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।