কোন ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কোন ইস্যুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বই বিতরন অনুষ্ঠানে একথা বলেন তিনি । এ সময় মন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষের শেষের দিকে এসে নানাভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে। অসৎ উদ্দেশ্য নিয়ে নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা সৃষ্টিরও চেষ্টা চলছে। যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ড. হাছান মাহমুদ । প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতার উপর বিভিন্ন বই প্রদান করা হয়। এইসব বইয়ের মাধ্যমে ক্লাবের সদস্যদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে জানান চট্টগ্রাম প্রেসক্লাব নেতরা।