কোন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে
- আপডেট সময় : ০৭:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কোন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে। এরই মধ্যে রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি উঠেছে একশ’ টাকায়– যা গত সপ্তাহেও ছিলো ৭০ থেকে ৭৫ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিমের বাজার কিছুটা নিম্নমুখী হয়ে ডজনপ্রতি দাম কমেছে ৫ টাকা। এদিকে, কোরবানির পর থেকে গরুর মাংসের বাজার অনেকটা ক্রেতাশূন্য হলেও কমেনি দাম। অপরদিকে আবার বাড়ছে চালের দাম।
নিত্যপণ্যের দামের দৌড়ে বেসামাল নিম্ন ও মধ্যবিত্তরা।কোন পণ্যের দামই স্থিতিশীল নয়। রাজধানীর বাজার ঘুরে দেখা যায়,সপ্তাহের ব্যাবধানে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম।তবে,বৃষ্টি হওয়ার কারনে কাচা মরিচের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এদিকে এক সপ্তাহে পেয়াজের দাম ২৫ টাকা বেড়ে হয়েছে ১০০ টাকা। সব ধরনের মাছের দাম অনেকটা আগের মতোই, এদিকে কোরবানির পর গরুর মাংসের বিক্রি কমলেও কমেনি দাম। ব্রয়লার মুরগীর দাম কিছুটা স্থিতিশীল থাকার পাশাপাশি এ সপ্তাহে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ৫ টাকা। তবে, হাঁসের ডিমে বেড়েছে ডজনে তিরিশ টাকা। এদিকে মিনিকেট সহ চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২ টাকা থেকে ৩ টাকা।