কোন রকমে টেনে হিঁচড়ে চলছে কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৫:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চিকিৎসক ও নার্স সংকটে কোন রকমে টেনে হিঁচড়ে চলছে কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবা। এতে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরাও।বছরের পর বছর এ অবস্থা চলতে থাকলেও কোন ব্যবস্থাই নিচ্ছেন না উর্ধতন কর্তৃপক্ষ।
প্রায় ১৮ লাখ মানুষের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। কিন্তু এই হাসপাতালটি ১০০ শয্যার জনবল দিয়ে চললেও ৪২ জন চিকিৎসকের জায়গায় কাজ করছেন মাত্র ১৭ জন চিকিৎসক। কাগজে কলমে ১শ’ ৬৮ জন নার্স থাকার কথা থাকলেও আছেন ৯৯ জন।
রোগীর স্বজনদের অভিযোগ দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকলেও সঠিক চিকিৎসা বা সেবা কিছুই পাওয়া যায় না। রোগীর সঙ্গে দিনরাত জেগে পরে অসুস্থ হয়ে পড়েন স্বজনরা।
শিশু ওয়ার্ডে ৪৮টি বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে ১১৫ থেকে ১২০ জন। শিশু ওয়ার্ডসহ অন্য ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্সদের একই অভিযোগ। রোগী বেশি জনবল কম।
চিকিৎসক সংকট নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও জনবল সংকট চরমে।
সু-চিকিৎসার জন্য আটতলা বিশিষ্ট নতুন ভবন তৈরি হলেও নিয়োগ কার্যক্রম। নতুন ভবনে কার্যক্রম শুরুর দাবি জেলার মানুষের।