কোন রকমে টেনে হিছড়ে জীবন চলছে কুড়িগ্রামের চরাঞ্চলের লক্ষাধিক কৃষকের
- আপডেট সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কোন রকমে টেনে হিছড়ে জীবন চলছে কুড়িগ্রামের চরাঞ্চলের লক্ষাধিক কৃষকের। বন্যা, খড়া ও নদ-নদীর ভাঙ্গন মোকাবেলা করেই চরের বালু জমিতে সামান্য ফসল ফলিয়েই জীবন চলছে তাদের। বছরের পর বছর এ অবস্থা চলতে থাকলেও তাদের জীবন-মান উন্নয়নে নেই সরকারের তেমন কোন কার্যকরী পদক্ষেপ।কোন রকমে টেনে হিছড়ে জীবন চলছে লক্ষাধিক কৃষকের জীবন
ব্রম্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে সাড়ে ৪ শতাধিক চর। এসব চরের ৪৬ হাজার ২৮ হেক্টর বালু জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় লক্ষাধিক কৃষক পরিবার। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে গম, চিনা বাদাম, সরিষা, মরিচ, ভুট্রা, ধানসহ বিভিন্ন ফসল চাষ করে স্থানীয় কৃষকরা। কিন্তু চরের বালু জমিতে ফলন ভালো না হওয়ায় এবং প্রতিবছর বন্যায় ফসল হানি হওয়ায় দারিদ্রতা পিছু ছাড়ছে না তাদের।
চরাঞ্চলের কৃষি নির্ভর এই পরিবারগুলো প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করেই বেঁচে আছে। কৃষিতে সরকারী সহায়তা কামনা করলেও তেমন সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের।
এদিকে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে সরকারী প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন ফসলের বীজসহ সার দিয়ে কৃষকদের সহায়তার কথা জানালেন এ কৃষি কর্মকর্তা।
সরকারী বিশেষ পরিকল্পনার মাধ্যমে নদ-নদীর ভাঙ্গন রোধসহ চরাঞ্চলের বালু জমিতে আধুনিক পদ্ধতিতে উপযুক্ত ফসল চাষের ব্যবস্থা করা গেলে জীবন-মানের উন্নয়ন হবে এলাকাবাসীর। পাশাপাশি উন্নয়ন ঘটানো সম্ভব হবে কৃষি অর্থনীতিতেও।