কোপার শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৯৮৯ বার পড়া হয়েছে
দুর্বার, অপ্রতিরোধ্য। সোনালী সময়ের এই আর্জেন্টিনাকে রুখবে সাধ্য কার? যেমনটা পারেনি কলম্বিয়া। পুরো ম্যাচে চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করলেও শেষ মূহুর্তে খেই হারায় নেস্তোর লরেঞ্জোর দল। ১-০ গোলের জয়ে কোপার শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা।
এরচেয়ে ভালো বিদায় আর কি হতে পারে ডি মারিয়ার জন্য। নিজেদের রেকর্ড ১৬তম শিরোপা জয়ের দিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেনফিকা তারকা। তবে, শঙ্কা ভর করেছিলো আর্জেন্টিনা শিবিরে। ৬৬ মিনিটে শোকের ছায়া নেমে আসে লিওনেল মেসির ইনজুরি। মাঠ ছেড়ে নিজে কাঁদলেন, কাঁদালেন কোটি ফুটবল ভক্তকে।
যদিও মনোবল হারায়নি আর্জেন্টিনা। দেশের হয়ে বিদায়ী ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন আনহেল দি মারিয়া। চেষ্টার কমতি গঞ্জালো মন্টিয়েল-নিকো গঞ্জালেসরা। তবে, ফিনিশিং ব্যর্থতা ভুগিয়েছেন আলবিসেলেস্তেদের। সমান তালে লড়াই করেছে কলাম্বিয়াও। শুরু থেকে শেষ–আর্জেন্টিনা রক্ষণের পরীক্ষা নিয়েছে লুইস দিয়াজ-হামেস রদ্রিগেসরা। গোলশূন্য সমতায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে, গোল মিসের মহড়ায় সাফল্য পায়নি কলাম্বিয়া। উল্টো শেষ সময় তাদের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন লাউতারো মার্টিনেজ। ছন্দে থাকা এই স্ট্রাইকারের নৈপুণ্যে কলম্বিয়ার অজেয় যাত্রা থামালো আর্জেন্টিনা। আসরে ৫ গোলে গোল্ডেন বুট জিতলেন ইন্টার মিলান তারকা। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখেও জেতেনি কলম্বিয়া। ২৬ ফাউলের ম্যাচে স্ন্যায়ুচাপ ধরে রাখে আর্জেন্টিনা, গেলো তিন বছরে চতুর্থ আন্তর্জাতিক শিরোপা জিতে নিজেদের আরও উচ্চাতয় নিয়ে গেলেন মেসি-ডি মারিয়ারা।