কোমায় থাকা ঐন্দ্রিলার চোখের পাতা নড়ছে না!
- আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হঠাৎ স্ট্রোক করলে তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে কোমায় ছিলেন এ অভিনেত্রী। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই তার চোখের পাতা আর নড়ছে না।
মাঝে কোমা থেকে বেরিয়ে এসেছিলেন। ভেন্টিলেশনে থাকা ঐন্দ্রিলার চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন দায়িত্বরত চিকিৎসকরা।
স্ট্রোক করায় অস্ত্রোপচার করা হয় এ অভিনেত্রীর। প্রয়োজনীয় ওষুধ দেয়ার পাশাপাশি সংক্রমণ এড়াতে দেয়া হয় কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা।
কিন্তু ওষুধে কোনো প্রতিক্রিয়া করছেন না তিনি। চোখ খুলছেন না। পুরো অসাড়। মুখের কোনো প্রতিক্রিয়া নেই।
চিকিৎসকরা বলছেন, ‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড়ে মাত্রা থাকা উচিত ১৫-র মধ্যে অন্তত ১৪। কিন্তু ঐন্দ্রিলার শরীরে এই মাত্রা অনেকটাই কম। ঐন্দ্রিলার মাত্রা ৩।
গ্লাসগো কোমা স্কেলে কোনো রোগীর মান নির্ধারিত হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালন, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। সেই রিপোর্টও ভালো নয় তার।
‘সিপিআর’ দেয়া ঐন্দ্রিলার স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। তার নিথর দেহে অনেকটাই বিচলিত হয়ে পড়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় ফিরে ভালোই কাজ করছিলেন ঐন্দ্রিলা। একটি ওয়েব সিরিজে শুটিং করার জন্য কয়েক দিনের মধ্যেই তার গোয়া যাওয়ার কথা ছিল।
সূত্র: আনন্দবাজার