কোরবানীর চামড়ার নিয়ন্ত্রণ নিয়ে দু’দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চকবাজারে কোরবানীর চামড়ার নিয়ন্ত্রণ নিয়ে দু’দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
পুলিশ জানায়, ঈদের আগে পরিকল্পনা করে ঈদের দিন মাদ্রাসায় দান করার কথা বলে এলাকা থেকে চামড়া সংগ্রহ করে চকবাজার এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওই চামড়া বাজারে বিক্রি করা নিয়ে দু’ভাগে ভাগ হয়ে ঈদের দিনই একে অপরের ওপর চড়াও হয় তারা। এ ঘটনার জেরে দুপুরে সৌরভ খান সোহাগ নামের এক কিশোরের ওপর হামলা চালায় সাকিব ও শফিক নামের দুই কিশোর। এসময় ছুরিকাঘাতে আহত হয় সৌরভ। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযান চালিয়ে সাকিব ও শফিককে গ্রেফতার করেছে পুলিশ।