কোরবানীর হাটের জন্য স্পেশাল ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কোরবানীর হাটের জন্য স্পেশাল ট্রেন চলাচলের সব প্রস্তুতি শেষ হলেও পরিবহনের জন্য গরু পাচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে ঢাকা ও চট্টগ্রামে কোরবানীর পশু যাওয়ার কথা। কিন্তু উপযুক্ত ওয়াগন না থাকায় খামারীরা সাড়া দিচ্ছেন না। ফলে গরুর জন্য স্পেশাল ট্রেন আদৌ চালু হবে কিনা, তা নিয়েই এখন অনিশ্চয়তা।
করোনা পরিস্থিতিতে এবার ঈদ উল আযহা উপলক্ষে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে ট্রেনে করে কোরবানীর পশু পরিবহনের সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়।গেল ৭ জুলাই এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন রেলমন্ত্রী। কিন্তু পশু পরিবহনের জন্য বিশেষায়িত কোনো ওয়াগনই নেই বাংলাদেশে। তবে পণ্যবাহী ওয়াগনেই গরু পরিবহন করতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। এলক্ষ্যে সব প্রস্তুতিই শেষ করেও গরু পাচ্ছে না পরিবহনখাতের সরকারী এ সংস্থাটি।
ট্রেনে করে গরু পরিবহনের জন্য প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠকও করেছেন রেল কর্মকর্তারা। কিন্তু সরকারী ব্যবস্থাপনায় পরিবহন খরচ কম হলেও তাতে খামারীদের পক্ষ হতে সাড়া মিলছে না বলে জানান জেলা প্রশাসকও।
রেলের গরু পরিবহনের ঘোষণায় প্রথমে খানিকটা পুলকিত হয়েছিলেন অনেকেই। তবে নানা সমস্যার কারণে এতে আর আগ্রহ দেখাচ্ছেন না খামারিরা।
এদিকে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক জানান, কোন কোন স্টেশন হতে গরু ট্রেনে তোলা হবে বা কোন গন্তব্যের ভাড়া কত পড়বে তাও ঠিক করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে অবকাঠামোগত সুবিধাও। এখন শুধু গরুর জন্য অপেক্ষা।
দেশের ৩৪টি স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামে কোরবানীর পশু পরিবহনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঈদ ঘনিয়ে আসলেও কবে নাগাদ পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু হবে-তা জানাতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।