কোস্ট গার্ড জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রেখেও বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে, অত্যন্ত দক্ষতার সাথে পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায়ও কোস্টগার্ড ভূমিকা রাখছে বলে জানান প্রধানমন্ত্রী।
শেরে বাংলা নগর সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ড-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বিক নিরাপত্তা, মাদক ও মানব পাচার, অবৈধ মৎস শিকার ও জল দস্যু নিয়ন্ত্রণে নিরলস ভূমিকা রেখে যাচ্ছে।
কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ বাহিনীকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার।
৭৫-এর পর সমুদ্রসীমার অধিকার রক্ষায় একমাত্র আওয়ামী লীগই পদক্ষেপ গ্রহন করেছে উল্লেখ করে সমুদ্রে অভিভাবকত্ব অর্জন করতে কোস্ট গার্ডের প্রতি আহবান সরকার প্রধান।
বৈশ্বকি মন্দা পরিস্থিতি তুলে ধরে সকলকে আবারও মিতব্যয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।