ক্যাবল টিভির মেকানিক সেজে বাসায় ঢুকে ডাকাতি
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ক্যাবল টিভির সংযোগ কেটে পুনঃসংযোগের মেকানিক সেজে বাসায় ঢুকে করতো ডাকাতি। অবশেষে বিদেশী অস্ত্রসহ ডাকাত দলটির সরদার উজ্জল হোসেন ও তার এক সহযোগীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
ক্যাবল টিভি সংযোগের মেকানিক পরিচয়ে বাসায় ঢুকতো ডাকাত সরদার- উজ্জল চক্রের সদস্যরা। তারপর সুযোগ বুঝে করতো ডাকাতি। অবশেষে ডাকাতির প্রস্তুতির সময় র্যাবের হাতে ধরা পড়ে দলটির সরদার ও তার এক সহযোগী।গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা তিনটি ককটেল, একটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবারসহ ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়।
রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ডেমরা এলাকার একটি ভবনকে টার্গেট করে ডাকাত চক্রটি। ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ডাকাত দলটি ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলো। এই ডাকাত দলটি গত পাঁচ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ডাকাতির ঘটনা ঘটায়।