ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক ও ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হবার পরই ডাকসু নির্বাচন: ভিসি
- আপডেট সময় : ০৮:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক ও সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হলে, ডাকসু নির্বাচন হতে পারে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায়, প্রতি আসনের বিপরীতে ৩৩ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ঢাকাসহ সাত বিভাগীয় সদরে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদ দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা।
নির্ধারিত ৯৩০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৬৯৩ শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৩৩ জন।
ক্যাম্পাসে কেন্দ্র পরিদর্শন করে, উপাচার্য বলেন, ঢাকাসহ বিভাগীয় উপ-কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ও ডাকসু নির্বাচন নিয়েও কথা বলেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবারও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষ হওয়ায়, ভর্তির ব্যাপারে আশাবাদি অনেকে।শিক্ষার্থীদের দুর্ভোগ, অভিভাবকদের আর্থিক ব্যয় ও হয়রানি কমাতে ঢাকা ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হয়।
ঢাকা ও বইরে শনিবার ‘খ’ ইউনিট, ১০ জুন ‘ক’ ইউনিট, ১১ জুন ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।