ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দেবেন বলে আসন্ন জিম্বাবুয়ে সফরেও থাকছেন না : সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দেবেন বলে আসন্ন জিম্বাবুয়ে সফরেও থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও।
এর আগেও দুটি দলের হয়ে সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপাও জেতেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। এরই মধ্যে সিপিএল খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।