ক্যাসিনোকাণ্ডের হোতা সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক বদরুল আলম এ রায় দেন।
রায়ে ১১ লাখ টাকা অর্থদণ্ড এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।
পরে আদালত তার পর্যবেক্ষণে বলেন, দুর্নীতিবাজদের কাছে ছেলে-মেয়ে বিয়ে নয়; সামাজিক অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়া থেকে বিরত থাকতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান রেবের হাতে গ্রেফতার হন। ওই বছরের ২৭ অক্টোবর দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এ উপ-পরিচালকই মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পান।