ক্যাসিনো কান্ডের অন্যতম আসামী এনু-রুপনের সহযোগী জয় গোপাল গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ক্যাসিনো কান্ডের অন্যতম আসামী এনু-রুপনের সহযোগী ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপালকে দীর্ঘ ৯ মাস পর গ্রেপ্তার করেছে সিআইডি।
দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
এনু- রুপনের ৪টি অর্থপাচার মামলায় ৫১ জন আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে আদলতে তা দাখিল করার কথাও জানান তিনি। এসময় তিনি বলেন, এনু-রুপনের ক্যাসিনো ব্যবসা চালিয়ে রাজধানীতে ২০ টি বাড়ী, ১২৮ টি ফ্ল্যাট, ২৫ কাঠা জমি, ৯১ টি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ১১ লাখ টাকা স্থিতি পাওয়া গেছে। আর বিগত কয়েক বছরে প্রায় ২০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়া রাজধানীর গেন্ডারিয়া, সুত্রাপুর ও ওয়ারি থানায় তাদের বিরুদ্ধে ৫ টি মামলা করেছে সিআইডি। চলতি বছরের ১৩ জানুয়ারি ক্যাসিনো অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয় আওয়ামী লীগের বহিস্কৃত নেতা সহোদর এনু-রুপন।