ক্রমেই লাগামহীন হয়ে পড়ছে কাঁচাবাজার
- আপডেট সময় : ০৪:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ক্রমেই লাগামহীন হয়ে পড়ছে কাঁচাবাজার। বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মাত্র ২ থেকে ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম আবারো বেড়েছে কেজিতে ৩০-৩৫ টাকা। এছাড়া, প্রতিকেজি এলাচ ৬০০ টাকাসহ অন্যান্য মশলার দামও বেড়েছে। শীতের সবজি এবং বিভিন্ন মাছের পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাজারে এর প্রভাব খুব সামান্য। পাইকারী বাজারের তুলনায় খুচরা বাজারের দামে রয়েছে বড় ফারাক। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
গেলো মঙ্গলবার রাজধানীর শ্যামবাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের পাইকারী দর ছিলো ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে এই দাম অর্ধেকে নেমে আসার কথাও জানিয়েছিলেন তারা। কিন্তু , হয়েছে উল্টো। গত ২/৩ দিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০-৩৫ টাকা। কাওরান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ১৮০ টাকা, মিশর এবং তুরস্কের পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাইকারী বাজারের তুলনায় খুচরা বাজারে ২০-২৫ টাকা বেশি দরে দেশি পেঁয়াজ ২০০-২১০ টাকা এবং মিশর এবং তুরস্কের পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা।
এদিকে, বাজারে শীতের সবজি এলেও দামে তেমন প্রভাব পড়েনি। টমেটো এখনও কেজি প্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। শীত মৌসুমে দেশি মাছ আসার পরও দাম কমেনি তেমন। তবে চালের বাজার গেলো সপ্তাহের মতোই রয়েছে। এছাড়া, লবণ নিয়ে সৃষ্ট গুজবের অবসান হওয়ায় দাম এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। উৎপাদন থেকে শুরু করে খুচরা বাজারগুলোকে কঠোর নজরদারিতে আনার দাবি ভুক্তভোগীদের।