ক্রাইস্টচার্চ টেস্টে ফলো-অনে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্টে ফলো-অনে পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানে অলআউট হয় মমিনুলের দল। দ্বিতীয় দিন শেষে ৩৯৫ রানের লিড নিউজিল্যান্ডের।
শুরু থেকে কিউই পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ১১ রানে হারায় ৪ উইকেট। সাদমান, নাঈম শেখ, শান্ত ও মমিনুল সবাই ব্যর্থ এদিন। লিটন, মিরাজরাও আস্থার প্রতিদান দিতে পারেননি। মাঝ প্রতিরোধ গড়েছিলেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। ৪১ করে সোহান ফিরলে ভাঙ্গে ৬০ রানের জুটি। এরপর ৫৫ করে রাব্বি আউট হলে ভেঙ্গে পরে প্রতিরোধের দেয়াল। সোহান ও রাব্বি ছাড়া কেউই ছুতে পারেননি দুই অঙ্কের ঘর। ৫ উইকেট নেনে ট্রেন্ট বোল্ট। এর আগে, ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংসে ঘোষণা করে নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরি তুলে টম লাথাম আউট হন ২৫২ রান করে। ১০৯ রানে সাজঘরে ফিরেন ডেভন কনওয়ে। এছাড় দ্বিতীয় দিন টম ব্লান্ডেলের অপরাজিত ৫৭ রানে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ এগিয়ে আছে বাংলাদেশ।