ক্রেতা শূন্য কাঁচাবাজারে সব্জির দাম কমলেও সংকট ভোজ্যতেলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঈদের পর ক্রেতাশূন্য রাজধানীর প্রায় সব বাজার। ফলে কমেছে সবরকম সবজি ও মাছের দাম। তবে ঈদের পরদিনও বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট অব্যাহত দেখা যায়। ঈদের ছুটি শেষে ভোজ্যতেলের এই অপরিবর্তিত অবস্থার পরিবর্তন হতে পারে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
ঈদের দ্বিতীয় দিনে ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারগুলো। কারওয়ান বাজারে ক্রেতার সংখ্যা ছিল হাতেগোনা। তাই ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক নেই।
কাষ্টমার নেই তাই কমেছে লাউ, পটল, ঢেঁড়স, করোলা, আলু, পেঁয়াজ, শশা, লেবুসহ সবরকম সবজির দাম।
গরু, খাসির মাংস এবং সবরকম মুরগী বিক্রি হচ্ছে বাড়তি দামেই। আর ক্রেতা না থাকায় নষ্ট হবার ভয়ে কম দামে বিক্রি হচ্ছে মাছ।
তবে অসাধু চক্র ও বাজার সিন্ডিকেটের কারসাজিতে রাজধানীর বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট এখনও অব্যাহত।
আগের দামেই বিক্রি করা হচ্ছে সবধরনের চাল।