ক্ষমতা ছাড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নানা কেলেঙ্কারিতে জড়িয়ে তোপের মুখে ক্ষমতা ছাড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমন পরিস্থিতিতে কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত তার। যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৪০ জন।
তবে আসছে শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার কনজারভেটিভ নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বরিস জনসন। চলতি গ্রীষ্মেই দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরে একজন নতুন প্রধানমন্ত্রী জনসনের স্থলাভিষিক্ত হবেন। ১০ নং ডাউনিং স্ট্রিট সূত্র বলেছে, জনসন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানাতে পার্টির স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে কথা বলেছেন। বরিস জনসনের মন্ত্রিসভা থেকে এরইমধ্যে ৪০ জনের বেশি সদস্য পদত্যাগ করেছেন।