ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্যের দেশি-বিদেশি বাজার সৃষ্টি করতে হবে -প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদিত পণ্যের দেশি-বিদেশি বাজার সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশভেদে পণ্য চিহ্নিত করারও তাগিদ দেন তিনি। সরকার সময়োপযোগী আইন প্রণয়ন ও যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করে শিল্পের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বেলা সোয়া ১১টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বক্তব্য রাখেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। ১২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। মেলার আয়োজকরা জানায়, প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে সারাদেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।