খননের অভাবে মৃত প্রায় ঝিনাইদহের নদ-নদী
- আপডেট সময় : ১১:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দখল, দুষণ আর খননের অভাবে মৃত প্রায় ঝিনাইদহের নদ-নদী। কোথাও তলদেশ কোথাও নদীর পাড় দখল করা হয়েছে। এ যেন এক মহাৎসবে পরিণত হয়েছে। যে যার মত করে, ইচ্ছে মত নদীর জায়গা দখল করে গড়ে তুলছে স্থাপনা। নদী বাঁচাতে দ্রুতই সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
ঝিনাইদহ জেলা শহরের নবগঙ্গা নদী। খরস্রোতা এই নদীতে একসময় বড় নৌকা লঞ্চ ও স্টিমার চলতে দেখা গেছে। কয়েক বছর আগে প্রভাবশালীদের কারণে সেই নদীটি এখন মৃত প্রায়। শহরের ধোপাঘাটা ব্রীজের পাশে প্রশাসনের চোখের সামনে চলছে দখলের প্রতিযোগিতা। তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
একই অবস্থা চিত্র, বেগবতী, কপোতাক্ষ, কুমারসহ জেলার ছোট-বড় ১২টি নদ-নদীর। পুকুর কেটে মাছ চাষের বহর দেখে বোঝার উপার নেই এখানে নদী ছিল। শহরের বর্জ্য ও ময়লা আবর্জনা সবই ভাসছে নদীতে। দুষণে হারিয়ে গেছে দেশীয় প্রজাতির মাছ।
নদী রক্ষায় বরাবরের মত গৎবাধা আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
জেলায় ১২ নদ-নদীর আয়তন ১ হাজার ৬’শ ৪১ দশমিক ৭৫ হেক্টর।