খাগড়াছড়িতে এবার আমের ব্যাপক ফলন হয়েছে
- আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
আমের দ্বিতীয় রাজধানী খ্যাত খাগড়াছড়িতে এবার আমের ব্যাপক ফলন হয়েছে। আম্রপালি, বারি ৪, রাঙগুই ছাড়াও বিদেশী প্রজাতির মিয়াজিকী, কিউজাই, রেড আইভরিসহ অধিক মূল্যের আমের চাষ হচ্ছে। তীব্র দাবদাহে আমের আকার ছোট হলেও গাছে আশানুরূপ ফলন হয়েছে।
খাগড়াছড়ির বিষমুক্ত আম রূপালী খ্যাতি সারাদেশেই। এবার আম রূপালী ছাড়াও বিশ্ববিখ্যাত মিয়াজাকি, কাটিমন, কিউজাই, রেড আইভরির মতো বিদেশী জাতের আমের চাষ হয়েছে এখানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৭ শ ৩৯ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে।
লক্ষ্যমাত্রার আম উৎপাদনের আর্থিক মূল্য ২ হাজার কোটি টাকা। তীব্র দাবদাহে আম্রপালির আকার ছোট হলেও অন্য জাতের আমের ফলনে খুশি বাগানীরা।
তবে শ্রমিক, কীটনাশকসহ বাগান পরিচর্যা ব্যয়ের পাশাপাশি অতিরিক্ত টোল আদায় বৃদ্ধিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে এ বছর।
খাগড়াছড়িতে আম প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উদ্যোগ নেয়া গেলে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থার আরও উন্নত হবে বলছেন নাগরিক সমাজ।