খাগড়াছড়িতে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে পাহাড়ি বনাঞ্চল
- আপডেট সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে পাহাড়ি বনাঞ্চল। প্রাকৃতিক বন থেকে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয় নেমে আসছে। চুরি করা কাঠ ইটভাটা, তামাকের চুলায় জ্বালানিসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।
খাগড়াছড়িতে শত বৃক্ষ প্রজাতি নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বন। বনখেকোদের দৌরাত্ম্যে এসব বনের কাঠ নির্বিচারে কাটা হচ্ছে। পরে, ইটভাটা, তামাকের চুলা, সমিলসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। এসব কাজে মজুরিভিত্তিতে শ্রমিকদের যুক্ত করা হয়। বছরে ৫ মাস তারা পাহাড় থেকে গাছ কাটে।
বনবিভাগের অবহেলাসহ নানা কারনে বন ধ্বংস হচ্ছে। গাছ কাটা রোধে কঠোর পদক্ষেপ চান পরিবেশ আইনজীবীরা।
বন বিভাগের অনুমতি ছাড়া অশ্রেণীভুক্ত বনের গাছ কাটার কোন নিয়ম নেই। কিন্ত, খাগড়াছড়িতে নির্বিচারে বন উজাড় করা হচ্ছে। গাছ কাটা বন্ধে অভিযান জোরদারের কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা।
টাস্কফোর্সের মাধ্যমে অভিযান জোরদার করা হবে। পার্বত্য এলাকায় বন ধ্বংস বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও পরিবেশ কর্মীরা।