খাগড়াছড়িতে মহিষের শিং দিয়ে বানানো হয় বিভিন্ন ধরণের গহনা
- আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে মহিষের শিং দিয়ে বানানো হয় বিভিন্ন ধরণের গহনা। পাহাড়িদের পাশাপাশি অন্য নারীদের কাছেও এসব গহনার ব্যাপক কদর রয়েছে। এতে সৃষ্টি হয়েছে অনেকের কর্মসংস্থান। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়ে সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ির দীঘিনালার নিজ বাড়িতে প্রায় ৪০ বছর ধরে মহিষের শিং দিয়ে বাহারি গহনা বানান পূর্ণ জীবন চাকমা। সনাতনী পদ্ধতিতে হস্তচালিত কাঠের যন্ত্র দিয়ে তৈরি করা হয় হাতের চুড়ি, আংটি, কানের দুল ও গলার চন্দ্রহার। কক্সবাজার ও বান্দরবান থেকে সংগ্রহ করা হয় মহিষের বড় বড় শিং।এই গহনা পাহাড়ি ঐতিহ্যেরও অংশ।
পাহাড়িদের পাশাপাশি অন্য এলাকার নারীরাও মহিষের শিংয়ের গহনার অর্ডার দেয়। তবে, অনেক সময়ই শিং সংকটের কারণে কাজ বন্ধ থাকে।
ঐতিহ্য ধরে রাখতে এ পেশা আঁকড়ে আছেন পূর্ন জীবন। তবে, কাঁচামালের সংকটে চাহিদা মতো গহনা বানাতে না পারার আক্ষেপ আছে তার।
শিং এর তৈরি গহনা স্বর্ণ বা রুপার বিকল্প হতে পারে বলে মনে করে স্থানীয় ব্যবসায়ীরা।
সরকারি পৃষ্ঠপোষকতায় পেলে এই শিল্প আরও এগিয়ে যাবে বলে আশা করে সংশ্লিষ্টরা।