খাগড়াছড়ির চাঞ্চল্যকর জোড়া খুনের একমাত্র আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর জোড়া খুনের একমাত্র আসামী সোলায়মানকে গ্রেফতার করেছে সিআইডি। যৌতুক ও পরকীয়ার কারনে স্ত্রী ও চার মাসের কন্যাকে গলা কেটে হত্যা করে সে। গেল রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। যৌতুকের টাকা না পেয়ে পরকীয়া সম্পর্কে জড়ায় সোলেমান। গত ৩০ ডিসেম্বর যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী ও মেয়েকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে সে। পরে, হবিগঞ্জে আত্মগোপন করে। এদিকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।