খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে কয়লার সন্ধান
- আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে মাটি খুঁড়ে কালো সোনা খ্যাত কয়লার সন্ধান পেয়েছে স্থানীয়রা। এরইমধ্যে সেসব কয়লা জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে বাসা-বাড়ি ও পাড়া-মহল্লার চায়ের দোকানে। গুঞ্জন উঠেছে পাহাড়ে কয়লা খনি সন্ধান মিলেছে। খবরটি সত্য হলে এটি হবে পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় খনি। যা স্থানীয়দের আর্থিক সচ্ছলতার পাশাপাশি পাহাড়ের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে।
মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম বামা গোমতি গ্রাম। খাগড়াছড়ি সদর থেকে দুরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এতোটাই দুর্গম যে ৪৫ কিলোমিটার পর বাকী পথ গাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। পায়ে হেঁটে ৫ থেকে ৬ কিলোমিটার পাহাড়ি পথ আর কয়েকটি ছোটো ঝিরি মাড়িয়ে কেবল পৌঁছানো সম্ভব হয় ওই গ্রামে। প্রত্যন্ত ওই গ্রামেই পাহাড়ের মাটি খুঁড়ে জ্বালানী কয়লার অস্তিত্ব পেয়েছে স্থানীয়রা। বছরখানেক ধরে পাহাড় খুঁড়ে কয়লা নিয়ে যাচ্ছে স্থানীয়রা । ব্যবহার করছে বাসা-বাড়ি এবং পাড়া-মহল্লার চা দোকানের জ্বালানী হিসেবে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে।
এক বছর আগে জুমের পাহাড়ে হলুদ রোপণ করতে গিয়ে মাটি খুঁড়ে প্রথম কয়লার সন্ধান পায় স্থানীয় এক কৃষক। সেই কয়লা বাড়িতে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে সফল হন তিনি। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি জেনে যায়।
দুর্গম পাহাড়ে কয়লার খনির এমন গুঞ্জনে ইতোমধ্যে তৎপর জেলা প্রশাসন।
খবরটি সত্যি হলে এতে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যেমন আর্থিক উন্নতি ঘটবে তেমনি পাহাড়ের অর্থনীতিতেও যোগ হবে নতুন মাত্রা।