খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানির সংকট দূর করতে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার
- আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানির সংকট দূর করতে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। এলজএসপি প্রকল্পের আওতায় জেলার দুর্গম ৭ গ্রামের বাসিন্দারা সৌরবিদ্যুতের মাধ্যমে পাচ্ছে সুপেয় পানি ।
পাহাড় বেষ্টিত নয়নাভিরাম খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সারা বছরই এখানে লেগে থাকে সুপেয় পানির তীব্র সংকট। দুর্গম এলাকার বাসিন্দাদের নির্ভর করতে ভূপৃষ্ঠের পানির উপর। বর্ষা বা শুষ্ক মৌসুমে সুপেয় পানির উৎস নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে পান করতে হয় দূষিত পানি। সমস্যা সমাধানে সরকার লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্টের-এলজিএসপি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি ৭ টি বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম গ্রামে সৌরবিদ্যুতের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করেছে। যার সুবিধা পাচ্ছে প্রায় ১৫ হাজার এলাকাবাসী। উঁচু পাহাড়ের পাড়াগুলোতে ঘরে দোড়গোরায় পানি পাওয়ায় খুশি স্থানীয়রা।
বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্গম ও পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।
আগামীতে নবায়নযোগ্য সৌরবিদ্যুতের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসনের এমন উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিস্টরা।
সৌরবিদ্যুতের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় পানি সরবরাহ আরো বাড়ানোর দাবী এলাকাবাসীর।