খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ঝরে পরছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ঝরে পরছে শিক্ষার্থীরা। একটি মাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও, নেই পর্যাপ্ত শ্রেণি কক্ষ। পার্বত্য এলাকায় যথাযথ জরিপ করে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের তৈকাথাং এর ১০ গ্রামে প্রায় ৪শ পরিবারের বসবাস। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পর্যাপ্ত শ্রেণি কক্ষ। শিক্ষা উপকরণের অভাবে নিয়ে প্রাথমিকের গন্ডি পেরোলেও, মাধ্যমিক বিদ্যালয় না থাকায় পড়াশোনা করতে পারছে না এসব এলাকার শিক্ষার্থীরা।
পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রায় সব দুর্গম এলাকার একই চিত্র। অনেকে দূরের শহরে গিয়ে পড়াশোনা করলেও, সামর্থ্য না থাকায় প্রাথমিকেই ইতি টানছে লেখাপড়ার।
শিক্ষার্থী ঝরে যাওয়ার কথা স্বীকার করলেন, এই মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা।
অবকাঠামো নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সংস্থাগুলোকে দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শিক্ষার্থী ঝরে পড়া রোধে এগিয়ে আসতে হবে বলেও জানান জেলা প্রশাসক।
খাগড়াছড়ি জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা মাত্র ১শ২৯টি ।