খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে কর্মসূচি পালন করে তারা।
অংথোই মারমা ওরফে আগুনকে হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র টহল জোরদার করা হয়। অবরোধ চলাকালে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ থাকে দুপুর পর্যন্ত। এছাড়াও খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ থাকে। গত শুক্রবার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক আগুন মারা যায়।