খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলায় ২ গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এক জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি পাড়ায় ভোরে ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ওসি মুহাম্মদ আলী। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিজিবি একটি একে-টুয়েন্টি টু রাইফেল ও একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোষ্ট মর্টেমের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।