খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ২৫ শতাংশের বেশি : সিপিডি
- আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
দেশের খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ২৫ শতাংশের বেশি বেড়েছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি। সংস্থাটি বলছে, ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাছ-মাংসসহ মাসিক খাদ্য ব্যয় ২২,৬৬৪ টাকা।
তাই আগামী বাজেটে সীমিত আয়ের চাকরিজীবিদের বেতন-ভাতা বৃদ্ধিরও দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন । রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে আগামী অর্থবছরের চ্যালেঞ্জসমুহ নিয়ে বাজেট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। অর্থনীতির কাঠামো ঠিক রাখতে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানায় সংস্থাটি ।
বাজেটে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশমালা নিয়ে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। নিত্যপণ্যের দাম কমানো, রাজস্ব বাড়ানো ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ কমানোর পরামর্শ দেয় সংস্থাটি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকট কোভিড কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নয় বরং দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার ফলাফল।
মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশ বলা হলে খাদ্যপণ্যে তা ২৫ শতাংশের বেশি বলে দাবি করে সিপিডি। মূল্যস্ফীতির প্রভাব থেকে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতে বিশেষ প্রণোদনা দেয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি নীতিগতভাবে ভুল পদক্ষেপ নেয়ার ফলে নির্বাচনী বছরে আর্থিক অস্থিরতা আরো বাড়তে পারে বলে শঙ্কা সিপিডির ।