খাদ্যের দাম বৃদ্ধি ও দূষণে বিলুপ্তির পথে চাঁদপুরে ভাসমান খাঁচায় মাছ চাষ
- আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
খাদ্যের দাম বৃদ্ধি ও পানি দূষণের কারণে বিলুপ্তির পথে এগোচ্ছে চাঁদপুরের ভাসমান খাঁচায় মাছ চাষ প্রকল্প। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেক চাষী বন্ধ করে দিয়েছে চাষ। তাদের দাবি, পানি দূষণের ফলে মারা যাচ্ছে মাছ। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে তারা। সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। মৎস্য অধিদপ্তর বলছে, সমস্যা সমাধানে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দেশে সর্বপ্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে শুরু হয় ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি। সেও ২০ বছর হতে চললো। অন্য সকল পদ্ধতির চেয়ে সাশ্রয়ী, সুবিধাজনক এবং লাভজনক হওয়ায় অনেকেই এই পদ্ধতিতে মাছ চাষ করছেন।
খাঁচায় সাধারণত চাষ হয় তেলাপিয়ার। সম্ভাবনাময় শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান উদ্যোক্তারা।
চাঁদপুরে অতীতে ১৬০ জন চাষীর প্রায় ২ হাজার ভাসমান খাঁচা থাকলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। নদীর পানি দূষণকে দায়ী করছেন তারা। উদ্যোক্তাদের অভিযোগের অভিযোগের ভিত্তিতে নদী কেন্দ্র, চাঁদপুরের বিশেষজ্ঞ দল ডাকাতিয়ার পানির নমুনা সংগ্রহ করেছেন।
অতীতে ভাসমান পদ্ধতিতে খাঁচায় মাছ চাষের মাধ্যমে চাঁদপুরসহ অন্যান্য জেলার আমিষের চাহিদা পূরণ হতো।