খাদ্য গুদামে শ্রমিক নিয়োগে নেই ঠিকাদার প্রতিষ্ঠান
- আপডেট সময় : ১১:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দেশের খাদ্য গুদামে শ্রমিক সরবরাহের জন্য কোন ঠিকাদার প্রতিষ্ঠান নেই। আইনি জটিলতার কারণে কোন ঠিকাদার নিয়োগ করতে পারেনি সরকার। আর এই সুযোগে খাদ্য বিভাগের কিছু অসাধু গত ৬ বছরে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে শ্রমিকদের জন্য বরাদ্দকৃত টাকার সিংহ ভাগ। এর জন্য দানা বাঁধছে শ্রমিক অসন্তোষ। তাই চলতি মৌসুমে ধানচাল, গম সংগ্রহ বাধাগ্রস্ত হতে পারে।
একটন চাল ট্রাক থেকে নামালে শ্রমিকদের পাওনা ৭২ টাকা ৩৭ পয়সা। তা না দিয়ে কুষ্টিয়া বড় বাজার খাদ্য গুদাম কর্মকর্তা টন প্রতি মাত্র ৩৫ টাকা দেন। অর্থ বরাদ্দ আছে বস্তায় সিল মারার, আছে অতিরিক্ত চাল-গম লোড-আনলোডের। এর কোন কিছুই পায় না কর্মরত শ্রমিকরা
ন্যায্য দাবি তোলায় কাজ থেকে বাদ দেয়া হয় শ্রমিকদের। ঈদ মৌসুম আসলেই এমনটি আচরণ করে কুষ্টিয়ার খাদ্য গুদামের কর্মকর্তারা। অশ্রুসজল নয়নে এমন অভিযোগ এ সব অসহায় শ্রমিকদের।
অনেক দিন থেকেই টন প্রতি ৩৫ টাকা প্রদান করা হচ্ছে বলে জানালেন এই শ্রমিক সর্দার।
এদিকে, অভিযুক্ত গুদাম কর্মকর্তা ইসমাইল আদম অভিযোগ অস্বীকার করেন। জানান ঠিকাদাররাই শ্রমিকদের সরকার নির্ধারিত টাকা দেয়া হয়।
কুষ্টিয়াসহ বাংলাদেশের বেশিরভাগ জেলার খাদ্য গুদামে কোন ঠিকাদার নেই। বিষয়টি তিনি দেখবেন। তবে এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে কোন কথা বলতে চাননি জেলা খাদ্য কর্মকর্তা
বর্তমানে কুষ্টিয়ায় ৬ বছরে প্রায় কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন জেলা খাদ্য কর্মকর্তারা।দ্রুত এই সমস্যার সমাধান না হলে দেখা দিতে পারে শ্রমিক অসন্তোষ, বলছেন সংশ্লিষ্টরা।