খাবারের বিষক্রিয়ায় সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের মৃত্যু : ধারণা পুলিশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খাবারের বিষক্রিয়ায় সিলেটের যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ১২ সদস্যকের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরির্দশন করেছে সিআইডি’র একটি দল। যুক্তরাজ্য প্রবাসীদের ভাড়া বাসাতে অন্য কক্ষে নিহতের শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও তার স্ত্রীও ছিলেন। ওই বাসাতেই ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা চিকিৎসকের বরাত দিয়ে জানায়, খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। বিশেষত ওই বাসার সব খাবার রাসায়নিক ল্যাবে পাঠিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়া হয়েছে।