খালেদার বায়োপসি নমুনা পাঠানো হলো যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে- তা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার রিপোর্ট পেতে সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপত্র দিয়েছি। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে। জ্বর থাকায় খালেদা জিয়ার কিডনি, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাচ্ছে। নিয়মিত ওষুধের পাশাপাশি বোর্ডের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।