খালেদা জিয়াকে বন্দি রেখে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে বন্দি রেখে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। সব রাজবন্দিদের মুক্ত করতে আরেকটি আন্দোলনের আহবান জানান বিএনপি নেতারা। খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আরেকটি আন্দোলনকে শক্তিশালী করার আহবান বিএনপির নেতাদের। গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ১৪ বছর অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ রুহুল কবির রিজভীর। অসুস্থ খালেদা জিয়াকে বন্দির রাখার প্রতিবাদ জানান তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের রাজপথ দখলের আহবান জানান রিজভী।